২১ নভেম্বর ২০২৫, ০১:৫২

চিকিৎসকদের পরামর্শ সাপেক্ষে সেনাকুঞ্জে যেতে পারেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া  © সংগৃহীত

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নেয়ার সম্মতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২১ নভেম্বর (শুক্রবার) সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর এই অনুষ্ঠান সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে খালেদা জিয়া অংশ নেবার সম্মতি জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুয়ায়ী তিনি অনুষ্ঠানে অংশ নেবেন।