১৮ নভেম্বর ২০২৫, ১৭:২১

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে ফেরানো হলো দলে

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের লোগো  © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে দল থেকে বহিষ্কৃত সিলেটের এক নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো দলের দপ্তারের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

এদিকে একই অপরাধে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবকে বহিষ্কারাদেশে প্রত্যাহার করে তার পদ ফেরত দিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলামী সাথীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো।

এ ছাড়া দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি মো. আশরাফুজ্জামান শামীম এবং মাগুরা পৌর শাখার সাবেক আহ্বায়ক মারুফ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্তসমূহ অনুমোদন করেছেন বলে জানানো হয়।