হাসিনার মৃত্যুদণ্ড: প্রতিক্রিয়া জানালেন সারজিস-হাসনাত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই জুলাইযোদ্ধা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। হাসিনার রায়ের পর হাসনাত নিজের ফেসবুকে লেখেন, 'ইদ মোবারক'।
অন্যদিকে অপর জুলাইযোদ্ধা সারজিস আলম লিখেছেন, "ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খু'নি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।"
প্রসঙ্গত, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ পড়ে শুনান বিচারকরা। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।