হাসিনাকে একবার নয়, হাজার বার মৃত্যুদণ্ড দিলেও কম হয়ে যায়: স্নিগ্ধ
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)। এ রায়ের আগে নিজের প্রত্যাশা ও মতামত তুলে ধরেছেন জুলাই আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি বলেছেন, শেখ হাসিনা যে অন্যায়-অবিচার করেছে, তার জন্য একবার নয়, বরং হাজার বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি তার অন্যায় হিসেবে কম হয়ে যায়।
সোমবার শেখ হাসিনার ব্যাপারে রায় শুনতে গিয়ে আদালত এলাকায় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্নিগ্ধ এমন মন্তব্য করেন।
এসময় স্নিগ্ধ বলেন, জনগণ শেখ হাসিনার সব অন্যায়-অপকর্মের রায় ইতোমধ্যে দিয়ে দিয়েছে। শুধুমাত্র এখন আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে রায়ের অপেক্ষায় আমরা আছি। অর্থাৎ- গত ৫ আগস্ট দেশের মানুষ যে রায় দিয়েছে, হাসিনার ব্যাপারে কোর্ট থেকেও সেই রায়ই আমরা আশা করছি।
তিনি বলেন, শেখ হাসিনা যে অন্যায়-অবিচার করেছে, তার জন্য একবার নয়, বরং হাজার বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি তার অন্যায় হিসেবে কম হয়ে যায়। তাই আমাদের আশা, শেখ হাসিনা সর্বোচ্চ যে শাস্তি প্রাপ্য, সেটার রায়ই আজ প্রকাশিত হবে।
স্নিগ্ধ আরও বলেন, শুধু রায় প্রকাশই নয়, যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে রায় কার্যকর করা হবে, সেটিই আমাদের সকলের পক্ষ থেকে আশা ও প্রত্যাশা।