‘জুলাই সনদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছে। তার মতে, সংস্কার প্রক্রিয়া সরকারের ইচ্ছানির্ভরভাবে ভাগ হওয়ায় সনদটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন জানান, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল প্রকাশ্যে গণভোটের বিরোধিতা করছে। অতীতেও তারা গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, “গণভোটের রায় মানতে রাজি নয় যারা, তারা আসলে জনগণের সিদ্ধান্তকে অস্বীকার করছে। জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।”
কৃষকদের অধিকার নিয়ে তিনি বলেন, কিছু দল গণভোটের আলোচনার আড়ালে কৃষকের গুরুত্বপূর্ণ অধিকারকে চাপা দেওয়ার চেষ্টা করছে। তার মতে, গণভোট এবং কৃষকদের অধিকারের বিষয় একে অন্যের পরিপূরক, আলাদা নয়।
এনসিপি সদস্য সচিব অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের উন্নয়নের বয়ানের মধ্যেই কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ঋণের ফাঁদে আটকা পড়েছেন, অথচ নেতারা রাষ্ট্রের অর্থ বিদেশে পাচার করেছেন—এমন অভিযোগও তিনি তোলেন। তিনি আশা প্রকাশ করেন, কৃষি খাতকে টিকিয়ে রেখে নীতিনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রগতি হবে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পরও যে সহিংসতা ও সংঘর্ষ চলেছে, তা আমাদের গভীরভাবে হতাশ করেছে।”