শাপলা কলির পক্ষে প্রচারণায় নিজামীর ছেলে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা কলির পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমানকে। তিনি বর্তমানে তুরস্কের নিগদের ওমর হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিকবার এনসিপির পক্ষে প্রচারণা চালান নাদিম। কয়েক দিন আগে শাপলা কলির ছবি পোস্ট করে নাদিমুর রহমান লিখেছেন, ‘শাপলা কলি পাড়ায় পাড়ায়, দেশ গড়বে সকলে মিলে.......’। আজ শনিবার (১৫ নভেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন এই পোস্টটি শেয়ার করলে বিষয়টি ফের সামনে আসে। শাহিন লিখেছেন, ‘জামায়াতের সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম ভাইয়ের মার্কা, শাপলা কলি মার্কা।’
এর আগে গত ৮ নভেম্বর বাংলাদেশের খেলা উপলক্ষে আরেকটি পোস্টে নাদিম লেখেন, ‘খেলার মাঠে বাংলাদেশ হেরে গেলেও বাংলদেশিদের মনে বাসা বেঁধে রেখেছে শাপলা৷ এই শাপলা কলি শাপলা ফুল হয়ে গ্যালারিতে বসে অনুপ্রেরণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে৷ আজদের শাপলা কলি আগামী দিনের ভবিষ্যত, আগামীর অঙ্গীকার৷ নদী মাতৃক এই দেশের প্রতিটি আনাচে কানাচে শাপলা কলি শাপলা ফুল হয়ে ফুটে দেশকে গড়বে, দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করবে এবং সর্বোপরি দেশকে অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের কাছে মাথা উচু করিয়ে দাঁড় করাবে৷’
গত ৩ নভেম্বর আরেকটি পোস্টে নাদিমুর রহমান লিখেছেন, ‘শাপলা কলি শাপলা ফুল হয়ে ফুটবে দেশটাকে গড়বে, দেশকে সোনার বাংলাদেশে রূপ দেবে, দেশকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে আত্ননির্ভরশীল করে গড়ে তুলে দেশকে গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড় করাবে৷ এটাই হোক নতুন বাংলাদেশের অঙ্গীকার.....।’