১১ নভেম্বর ২০২৫, ২২:৫৬

ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বিকেএমইএ সভাপতিকে অনুষ্ঠান থেকে বের করে দিল ছাত্রদল

ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অনুষ্ঠান থেকে বের করে দেন  © সংগৃহীত

নারায়ণগঞ্জে উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। ফ্যাসিস্ট আখ্যা দিয়ে অনুষ্ঠান থেকে তাকে বের করে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এতে অতিথি হিসেবে ছিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানের একপর্যায়ে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেন। তবে কোনো আক্রমণ করা হয়নি বলে উল্লেখ করেছেন এই ব্যবসায়ী নেতা।

মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেন, প্রোগ্রাম শেষের দিকে, আমি বের হব- তখন ছাত্রদলের কয়েকজন ঢুকে আমাকে ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের দোসর বলতে থাকে। যার নেতৃত্বে এগুলো হয়েছে, সে আমার সম্পর্কে কিছু জানেই না। হয়তো ইনটেনশনালি নারায়ণগঞ্জের স্থানীয় বিএনপির কেউ ছাত্রদলের কিছু ছেলে পাঠিয়ে সিনক্রিয়েট করেছে। তারা কোনো আক্রমণ করেননি।

তিনি বলেন, নারায়ণগঞ্জে নানা জনের নানা স্বার্থ থাকে। হয়ত আমার কারণে কারও কোনো স্বার্থ পূরণ হয়নি। কিন্তু আমি তো এসব নিয়ে মাথা ঘামাই না। আওয়ামী লীগের সময়ে আমাকে জামায়াত-বিএনপি বলা হত, এখন দোসর বলে সিনক্রিয়েট করা হলে। যেহেতু আমি কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না এবং তাদের কোনো কর্মসূচিতে আমাকে কেউ দেখে নাই, তাই তারা মনে করে আমি তাদের প্রতিপক্ষ দলের সঙ্গে সম্পৃক্ত।

এই ব্যবসায়ী নেতা বলেন, আমার দল একটাই- ব্যবসায়ী। আমি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেই। যখন যে সরকারই আসুক, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমি তাদের সঙ্গে কাজ করি। আমার কোন রাজনৈতিক মতাদর্শ নেই।