১৩ নভেম্বর দিনভর গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা আ. লীগের
আসন্ন ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যাপক নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সূত্র জানায়, আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে তারা।
তাদের লক্ষ্য, সহিংস পরিস্থিতি তৈরি করে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এ পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। এ লক্ষ্যে কঠোরপন্থী কর্মীদের বাছাই করে নির্দিষ্ট এলাকায় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
জানা গেছে, রাজধানীর অন্তত পাঁচটি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে। এ প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতোমধ্যে মেজর সাদিকুল হক সাদেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জে অনুকূল পরিবেশে প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। অবৈধ কর্মকাণ্ড, মিছিল, জালাওপোড়াও বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণহত্যার মামলার রায়কে কেন্দ্র করে যদি কোনো গোষ্ঠী বিশৃঙ্খলা বা অপরাধ সৃষ্টিকে প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
এর আগে, গতকাল ডিএমপি নিয়মিত সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আগামী ১৩ নভেম্বর ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে যা ফেসবুকের বিভিন্ন পেজে লক্ষ্য করা গেছে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং জনগণই তাদের প্রতিরোধ করবে।