০৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৩

কোন দলের হয়ে নির্বাচন করবেন—প্রশ্নে যা বললেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ  © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (৯ নভেম্বর) ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। 

কোনো দলে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে আসিফ বলেন, কোনো দলে যোগ দেব কিনা, তা নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো। তবে নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।

ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে তিনি বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই।

বিএনপি এই আসনটি যেহেতু ফাঁকা রেখেছে তাই কোনো যোগাযোগ হয়েছে কি না–– এমন প্রশ্নে তিনি বলেন, আমার কারো সাথে কোনো আলোচনা হয়নি। কেউ, রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেব

উল্লেখ্য, ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসন গঠিত। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে।