অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
বগুড়ার শেরপুর থানা পুলিশ অপহরণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে শহরের ধুনট মোড় এলাকা থেকে ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই নেতার নাম ইকবাল হাসান রিপন।
রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন ওই নেতা। এসময় শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামের গোলাম রহমানের ছেলে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন ১ বছর আগে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারান্টে হয়।
মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ভরনশাহী গ্রামের মাসুদ করিম লিটুর কন্যা মোস্তাফিয়া মিমকে প্রেমের প্রস্তাব দেয়াসহ বিভিন্ন ভাবে ছাত্রলীগ নেতা রিপন উত্যক্ত করে আসছিল। কিন্তু মিম তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রিপন ক্ষিপ্ত হয়ে যায়। গত বছরের জুন মাসে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের অনার্স (ইংরেজী বিভাগ) শেষ বর্ষের ছাত্রী মিম ছুটিতে বাড়িতে চলে আসে।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আটককৃতের বিরুদ্ধে অপহরণ মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে।