০৮ নভেম্বর ২০২৫, ১৩:৩৪
ঢাকার একটি কমিটির কার্যক্রম স্থগিত করল বিএনপি
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র কমিটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।