যে কারণে সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন মাদারীপুর-১ আসনের কামাল মোল্লা
মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একদিন পরই আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ধানের শীষের সম্ভাব্য এ প্রার্থীর প্রার্থীতা স্থগিত করেছে দলটি। খোঁজ নিয়ে জানা গেছে, কামাল জামাল মোল্লার প্রার্থীতা স্থগিতের পেছনে তার বিতর্কিত অতীত কর্মকাণ্ড দায়ী। ইতিমধ্যই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মোল্লার সেসব বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায়, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে কামাল জামাল মোল্লা আওয়ামী লীগের মন্ত্রী, নেতাসহ পলাতক পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাথে ব্যাপক ঘনিষ্ঠতা। এছাড়াও বিভিন্ন পার্টিতে সাথে নারী বেষ্টিত অবস্থায় চিত্র ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সর্বশেষ এ নির্বাচনি আসনের হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজার এক মণ্ডপে পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন তিনি। সে বক্তব্যের শুরুতে জয় বাংলা বলে বক্তব্য শুরু করেন। মাঝখানে আরো কিছু বক্তব্যের পরে শেষও করেন জয় বাংলা দিয়ে।
ফেসবুকে নেতাকর্মী রা লেখেন, আওয়ামী লীগ আমলে এ নেতা ফ্যাসিস্টদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধাসহ অর্থ উপার্জন করেছেন। দলের দুঃসময়ে দলের পাশে ছিল না বলেও জানান তারা।
এদিকে, গতকাল মাদারীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করার প্রতিবাদে মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা। তারা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়েও দেন।
এরপর মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়নপ্রাপ্ত জনাব কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হল।