খালেদা জিয়ার জন্য নির্বাচনী আসন ছাড়ছে এনসিপি, চিন্তায় আরও ৪টি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, আমরা খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেব না। জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে যে খালেদা জিয়া প্রার্থী হয়েছেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। ওনার আপসহীন লড়াকু নেতৃত্বই বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে।
তিনি আরও বলেন, তারেক রহমানও প্রার্থী হয়েছেন। তিনি যদি দেশে আসেন, আমরা তাকে স্বাগত জানাই। সেইসঙ্গে জামায়াত আমিরও প্রার্থী হচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে মজলুম ছিলেন। আমরা তাকেও স্বাগত জানাই। খালেদা জিয়া, তারেক রহমান, জামায়াত আমির, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর—যারা ফ্যাসিবাদি লড়াইয়ে আমাদের সহযোদ্ধা ছিলেন, তাদেরকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টে নিয়ে আসতে পারি, আমাদের দলের মধ্যে তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে আমরা খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেব না এটা নিশ্চিত।