নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে বসলেন আমজনতার দলের সদস্যসচিব
দলের নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে বসেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তিনি। এদিন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)তিনটি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের তালিকায় নেই আমজনতার দলের নাম।
নিবন্ধন পাওয়া তিনটি দলের অপর দুটি হল- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। এর মধ্যে আমজনগণ পার্টি বহুল আলোচিত ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের নেতৃত্বাধীন।
নিবন্ধনের তালিকায় আমজনতার পার্টির নাম না থাকায় দুপুরেই নির্বাচন কমিশনের সামনে অনশনে বসে যান তারেক রহমান। তিনি জানান, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হবার পর স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য।’
তারেক রহমান আরও বলেন, ‘নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। নাহলে আমরণ অনশন মৃত্যুর দিকে ঠেলে দেব।’