০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৫

১৪ দিন পর দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান  © ভিডিও থেকে নেওয়া

বিভিন্ন দেশে ১৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছান। 

ভিআইপি লাউঞ্জে দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় জামায়াত আমিরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভিআইপি গেটে নেতাকর্মীদের ঢল নামে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

এর আগে গত ১৯ অক্টোবর পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির। এরপর ওমরা শেষে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে বেশ কয়েকটি স্থানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনষ্ঠানে যোগ দেন তিনি।

সেখানে থেকে আবার যুক্তরাজ্যে যান জামায়াত আমির। পরে তুরস্ক হয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে।