০৩ নভেম্বর ২০২৫, ০০:৪৬

ছাত্র সমাজ হেলমেট বাহিনীর মতো রাজনীতি পছন্দ করে না : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  © টিডিসি ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত সময়ে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল। যারা দেশের ছাত্রসমাজের কাছে হেলমেট বাহিনী হিসেবে পরিচিত ছিল। ওরা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। ছাত্রদের কল্যাণে কখনোই কাজ করেনি। বর্তমান ছাত্র সমাজ হেলমেট বাহিনীর মতো রাজনীতি পছন্দ করে না।

রবিবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সবসময় তারা অগ্রণী ভূমিকা রেখেছে। তারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে রাজপথে থেকেছে। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের। ছাত্রদলের ১৪৮ জন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেছিল ছাত্রদল। সে সময় সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যতগুলো ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, সবগুলোতেই ছাত্রদলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। সে ধারা ধরে রাখতে হবে। শিক্ষার্থীরা কী চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। কারণ, নতুন প্রজন্ম অনেক প্রত্যাশা করে। সে অনুপাতে ছাত্রদলের নেতা-কর্মীদের কাজ করতে হবে। সামনে জাতীয় নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহরাব হোসেনের  সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিম হোসেন হারুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৩ আসনের জননন্দিত নেতা সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ন-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিড, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূঁইয়া।