৩০ অক্টোবর ২০২৫, ১১:২৩

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন দলটির নীতিনির্ধারকরা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি বর্তমানে ব্যস্ত সময় পার করছে। দলীয় সূত্র বলছে, দলটি একদিকে নিজেদের প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে, অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয় প্রক্রিয়া শুরু করেছে।