২৯ অক্টোবর ২০২৫, ১৬:০৭

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া

বিএনপি লোগো  © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বিজ্ঞপ্তিতে শেরপুর উপজেলার এক নেতার বহিষ্কৃত পদ বহালের কথা বলা হয়। তবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের বাইরে ‘তৃতীয় বলয়’ থেকে নির্বাচন করবেন আপ বাংলাদেশ নেতারা, শিগগিরই প্রার্থী চূড়ান্ত

রিজভী বলেন, ‌‌‘কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে আজ ২৯ অক্টোবর ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। উক্ত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি আরও জানান, তার স্বাক্ষরে বিএনপি দফতর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। ফেসবুকে পোষ্টকৃত তথাকথিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। 

বিএনপি’র এই নেতা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন।’