২৪ অক্টোবর ২০২৫, ২১:৩৬

জামায়াত সরকার গঠন করলে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে

রাজধানীর রামপুরায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে কথা বলছেন এটিএম মা’ছুম  © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠন করা হবে, যে সরকার এক আল্লাহ ছাড়া কোনো পরাশক্তিকে ভয় করবে না। এ ছাড়া রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।  জামায়াত সরকার গঠন করলে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে

আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর রামপুরায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনসহ ৫ দফা দাবিতে রামপুরা থানা জামায়াত এই সমাবেশ আয়োজন করে।

রামপুরা থানা উত্তরের আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও ঢাকা-১১ সংসদীয় আসনের আসন পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ। 

আরও পড়ুন : জাতীয় পার্টি-১৪ দল নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতের, শনিবারের বিক্ষোভ সফল করার আহ্বান

মাওলানা এটিএম মা’ছুম বলেন, আমরা সংসদে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব করেছি। দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে।

তিনি আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের আবশ্যকতার কথা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে সবার জন্য ময়দান সমতল হতে হবে।

সবার আগের জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার না হলে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে পারবে না। তিনি দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেনি বরং নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করে নিয়েছেন।

আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে সরকারে পাঠালে ৫ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে দেওয়া হবে। দেশে কোনো দুর্নীতি থাকবে না। তিনি দেশ রক্ষায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।