নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযানের আহ্বান রাশেদ খাঁনের
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রদবদলের পাশাপাশি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।
বুধবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।
আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের রিমান্ড চাইতে পারে পুলিশ
তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রদবদলের পাশাপাশি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি এবং বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।
গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খাঁন আরও বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। যেসকল উপদেষ্টারা দুর্নীতি করেছে, যাদের আত্মীয়স্বজনকে বিভিন্ন জায়গা পুনর্বাসন করেছে, সরকারকে নিজদের বাপদাদার ভাগবাটোয়ারার সম্পদ মনে করেছে, তাদেরকে আজ হোক কাল হোক জনগণের কাঠগড়ায় জবাবদিহিতা করতেই হবে।