বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠির পাশে থাকবে: মির্জা ফখরুল
বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠির পাশে থাকে এবং থাকবে বলে আশ্বস্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি কমিটেড, বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে। সমাজে, রাজনীতিতে তাদের প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এটা আমাদের প্রমিজ।’
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আশ্বাসের কথা বলেন।
বিএনপি মহাসচিব তাদের সমস্যা সমূহ অবহিত হয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে। আসুন আমরা এক সাথে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করি।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেয়ার কথাও জানান বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উদদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠি দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক, স্বপ্ন আজিম প্রমূখ তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।