১৯ অক্টোবর ২০২৫, ১০:১৩

ডাকসুর পূর্ণরূপ বলতে না পারায় ছাত্রদলের ওপর ক্ষোভ ঝাড়লেন বিএনপি নেতা

সভায় ছাত্রদলের নেতা-কর্মীরা  © টিডিসি ফটো

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির প্রতিনিধি সভায় ছাত্রদল নেতাদের অজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হায়রে ছাত্র! হায়রে ছাত্রদল! আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব! কিন্তু নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতাও আমাদের নেই।

সভায় বক্তৃতাকালে তিনি ছাত্রদলের তিন নেতাকে প্রশ্ন করেন,ডাকসুর পূর্ণরূপ কী?

কিন্তু উপস্থিত তিনজন ছাত্রদল নেতা কেউই উত্তর দিতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,বসো, বসো... বাহ! আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব? আমাদের যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জেতে, জাকসুতে ওরা জেতে, রাকসুতে ওরা জেতে,  চাকসুতেও ওরা জেতে। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তিনি আরও বলেন, যোগ্যতা নাই, কর্ম নাই, সাধারণ ছাত্রদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কলেজ, হাইস্কুল বা বিশ্ববিদ্যালয় কোথাও ছাত্রদলের কোনো ইতিবাচক ভূমিকা নেই।

বাবুল বলেন, আল্লাহ চাইলে আগামী ফেব্রুয়ারিতে বিএনপি আবার ক্ষমতায় আসবে। কিন্তু আমি মনে করি, আমরা খুব বেশিদিন টিকতে পারব না যদি মানুষের মন জয় করতে না পারি। আমাদের ভোট ১৪ শতাংশ কমেনি, অনেক বেশি কমেছে। কারণ আমরা মানুষের মন জয় করে চলতে পারছি না।

দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকা,জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররাই সেখানে পড়ে। তারা ভোট দেয় না আমাদের। অথচ ওই শিক্ষার্থীরাই সারা দেশের ঘরে-ঘরে প্রভাব বিস্তার করে। তাদের মন আমরা জয় করতে পারিনি, এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুলসহ আরও কয়েকজন ছাত্রনেতা।