জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপিসহ যে ৫ দল
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাছাড়া বাম ধারার চারটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।
এর আগে অনুষ্ঠানস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অতিথিরা। কিন্তু সেখানে এনসিপি ও চারটি বাম রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়নি।
এনসিপি গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর )দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না।