১৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

বিএনপি-জামায়াত-এনসিপি-আ.লীগ: নারীদের পছন্দে কোন দলের ভোট কত শতাংশ?

বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের লোগো  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। নির্বাচনে কোন দলকে ভোট দিবেন, তা নিয়ে অনিশ্চয়তাই ভুগছেন অনেকেই। কোন দল অধিক যোগ্য তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন। 

ভোটারদের মধ্যে কোন দলকে ভোট দেয়ার প্রবণতা বেশি তা নিয়ে, ইনোভিশন কনসালটিংয়ের 'পিপলস ইলেকশন পালস' -এর দ্বিতীয় পর্ব - দ্বিতীয় খণ্ডে প্রকাশিত প্রতিবেদনে কিছু তথ্য উঠে এসেছে। ইনোভিশনের এই জরিপ পরিচালনায় সঙ্গে ছিল বেসরকারি সংস্থা ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। 

জরিপে দেখা যায়, মোট নারী ভোটারের ৩৬ দশমিক ২ শতাংশ নারী বিএনপিকে যোগ্য বলে মনে করেন। ২৬ দশমিক ৭ শতাংশ যোগ্য মনে করেন জামায়াতে ইসলামকে। ১৯ শতাংশ নারী ভোটারের কাছে এখনো নিষিদ্ধ দল আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা রয়েছে। মাত্র ৬ দশমিক ২ শতাংশ এনসিপিকে সমর্থন করেন এবং অন্যান্য দল ১১ দশমিক ৮ শতাংশ।  

পাশাপাশি পুরুষ ভোটারদের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা অধিক, ৪১ দশমিক ৫ শতাংশ। আওয়ামী লীগকে করেন ১৬ দশমিক ৪ শতাংশ। জামায়াতে ইসলাম ও এনসিপি যথাক্রমে ২৯ দশমিক ৪ শতাংশ ও ৩ দশমিক ৭ শতাংশ। অন্যান্য দলকে সমর্থন মাত্র করেন ৯ শতাংশ পুরুষ ভোটার।  

জরিপে আরও উঠে আসে, পুরুষ (২৮.১৫%) ভোটারদের চেয়ে নারী (৩৭.৮৮%) ভোটারদের মধ্যে সীদ্ধান্তহীনতার হার বেশি।  

রাউন্ড-২, সেপ্টেম্বর-এর তথ্যানুসারে, কে ভোট দেবেন, তা বলতে চান না ৯ দশমিক ৬ শতাংশ মানুষ। ভোট প্রদানে ইচ্ছুক ৫৭ দশমিক ৮ শতাংশ ও দেবেন না বলেছেন ৩২ দশমিক ৬ শতাংশ।  

আরও পড়ুন : আজই প্রজ্ঞাপন চান শিক্ষকরা, সম্ভাবনা কতটুকু?

জরিপটি, ৮টি বিভাগের ৬৪টি জেলার ১০ হাজার ৪১৩ ভোটারের মধ্যে পরিচালনা করা হয়। এর মধ্যে খানা/পরিবারের রয়েছে ৯ হাজার ৩৯৮ জন এবং বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের ভোটার রয়েছেন ১ হাজার ১৫ জন। জরিপের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খণ্ডের সময়কাল ছিল ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর।