১১ অক্টোবর ২০২৫, ১৪:৪১

বিয়ের পিঁড়িতে বসছেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে?

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন  © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিয়ের পিঁড়িতে বসছেন। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে তার আংটি পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কনে হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল-নাগরপুর আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খান।

আংটি পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন, কনের বাবা নুর মোহাম্মদ খানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

কনের বাবা নুর মোহাম্মদ খান বলেন, ‘হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের আংটি পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমার মেয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করছি।’