০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৪

ফেসবুকে ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউনিয়ন আমিরের পদ স্থগিত

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন  © টিডিসি ফটো

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিতর্কিত ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনায় আলোচনায় আসা গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে রক্তক্ষয়ী এই সংঘর্ষের পর রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক জরুরি বিবৃতিতে এসব  তথ্য জানানো হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বিবৃতিতে বলেন, ফেসবুকে অসাবধানতাবশত একটি ছবি শেয়ার হওয়ায় ইউনিয়ন সভাপতি দুঃখ প্রকাশ করেছিলেন। তারপরও সংঘর্ষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

অন্যদিকে জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী জানান, ফেসবুক বিতর্কের জেরে মাওলানা ইলিয়াস হোসেনের জামায়াতের সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সকালে ফেসবুকে একটি ছবি শেয়ারকে কেন্দ্র করে পালিশারা গ্রামে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন। গুরুতর কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।