৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৩

আবার কোনো হানাদার বাহিনী আসলে একসঙ্গে প্রতিহত করব: রিজভী

রুহুল কবির রিজভী  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসাথে একাত্তর সালে লড়াই করেছি। আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি। অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা মারমা সবাই একসাথে প্রতিহত করবে। এটা আমাদের অঙ্গীকার, বাংলাদেশের মানুষের অঙ্গীকার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের এই বন্ধন কেউ কখনো ভাঙতে পারবে না। অনেক চেষ্টা হয়েছে এবং চেষ্টা চলছে। এদেশে যারা পরাজিত শক্তি তাদের অনেক অর্থ সম্পদ এদেশে আছে, অনেক সম্পদ তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানা নাশকতামূলক কাজে, নানাভাবে তারা অর্থ ঘাত তৈরির চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের শক্তি, এই শক্তির কাছে সকল নাশকতাকারীর চক্রান্ত ভেসে যাচ্ছে। 

তিনি আরও বলেন, এই দেশ হাজার বছর ধরে সম্প্রতির যে বন্ধন তৈরি করে রেখেছিল এই বন্ধনের উপর হাতুড়ির আঘাত এসেছে বার বার। এই হাতুড়ির আঘাত সত্ত্বেও এই বন্ধনকে কেউ ভাঙতে পারেনি। সেই অটুট বন্ধন নিয়ে আজ‌ও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজ‌ও বাংলাভাষীর মানুষ এগিয়ে যাচ্ছে। চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এই দেশের সকল সম্প্রদায়ের মানুষ  সব চক্রান্ত-ষড়যন্ত্রের বেড়াজাল বার বার ছিঁড়ে ফেলেছে। 

রিজভী বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আমরা নানা কথা, নানা অপপ্রচার, অপতথ্য সমাজে দেখেছি দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে। কিন্তু তবুও এদেশের মানুষের সকল সম্প্রদায়ের প্রতি যে শুভেচ্ছা বোধ ও ভ্রাতৃত্ববোধ সেটা মানুষ প্রতিষ্ঠা করেছে। সকল অপপ্রচার সত্ত্বেও আজকে আদন্দময়ী আগমনি বার্তায় সারা বাংলাদেশ প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে, সারা দেশের মানুষ উৎসবে মেতে উঠেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ তৈরি হয়েছে কে মুসলিম, কে হিন্দু এই পরিচয়ে নয়। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লির যারা তাঁবেদারি করেছে, এদেশের পরাজিত শক্তি যারা তারা যদি নয়া উপনিবেশ বানাতে চান, এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে সেটি প্রতিহত করবে। এটিকে কোনো উপনিবেশ বানাতে দেবে না।