নাগরিক সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি তরুণদের আহবান

  © টিডিসি ফটো

রাজধানী ঢাকায় ইউএসএআইডি এবং ইউকেএইডির যৌথ অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে Strengthening Political Landscape (SPL) প্রকল্পের আওতায় আয়োজিত ‘তরুণদের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা নাগরিকদের যেকোন সমস্যা সমাধানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ও তাদের নেতাদের এগিয়ে আসার আহবান জানান।

সোমবার রাজধানীর হোটেল এসকট প্যালেসে বৈঠকটির আয়োজন করা হয়। বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণ নাগরিকদের সমন্বয়ে সমকালীন নাগরিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সুপারিশমালা উপস্থাপন করেছেন। এ বৈঠক নাগরিকদের জীবন মানোন্নয়নে তরুণদের ভাবনা ও পরামর্শ রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করার একটি প্ল্যাটফরম তৈরি করে দেয়।

গোলটেবিল বৈঠক থেকে ঢাকার তরুণ নাগরিকরা নিম্মুক্ত ৫টি বিষয়সমূহের ওপর বিস্তারিত সুপারিশমালা ও পরামর্শ তুলে ধরেন:

১) নারী ও শিশুর নিরাপত্তা;

২) গণপরিবহন সমস্যা;

৩) ভৌত অবকাঠামোর উন্নয়ন;

৪) খাদ্যে ভেজাল;

৫) সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল কর্মসূচি।

তরুণরা তাঁদের বক্তব্যে মূলত নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি; নাগরিকদের অধিকার সুরক্ষা; রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিতকরণে আইন ও নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তরুণরা আরো বলেন, ‘সরকারের কর্তব্য নাগরিকদের সুরক্ষায় কাজ করে যাওয়া। সেখানে জনগণের দায়িত্ব নাগরিক অধিকার আদায়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। নাগরিকদের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দূরত্বের সুযোগ নিচ্ছে কিছু অসাধু শ্রেণী। তাই এ দুরত্ব ক্রমশ দূর করতে হবে। ভোট আদায়ে সমস্যাকে বিক্রি করে নয়, সমাধানের পথে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশন; ব্রিটিশ কাউন্সিলের প্রডিজি নেটওয়ার্ক; সেন্টার ফর পলিসি ডায়লগের তরুণ গবেষকবৃন্দ; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তরুণ স্বেচ্ছাসেবীবৃন্দ; ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; দি হাঙ্গার প্রজেক্টের ইয়ুথ এন্ডিং হাঙ্গার; ও এসপিএল প্রকল্পের আওয়ামী লীগ ও বিএনপির তরুণ রাজনৈতিক ফেলোবৃন্দ অংশগ্রহণ করেন।

পরবর্তীতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাঁদের বক্তব্যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়া, রাজনৈতিক নেতারা নাগরিক সমস্যা সমাধানে একসাথে কাজ করতে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা প্রকাশ করেন।

গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল; এডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার, সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ; এডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহকারী ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল; গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানটির সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীদের বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণদের মধ্যে এই গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলো নিয়ে আজকের সুচিন্তিত ও বাস্তবধর্মী আলোচনায় আমি অনুপ্রাণিত বোধ করছি। তরুণ নেতারা তাঁদের এলাকায় সাধারণ মানুষের জীবন মানোন্নয়নে এই কার্যক্রমে আমরা সহায়তা করার ব্যাপারে আশাবাদী।’


সর্বশেষ সংবাদ