২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬

আ.লীগ নির্বাচনে না এলে ভোটাররা কাকে বেশি ভোট দেবেন, বিএনপি নাকি জামায়াত?

আওয়ামী লীগ না থাকলে বিএনপি-জামায়াতকে বেশি ভোট দেবেন দলটির ভোটাররা  © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দৃশ্যপট ততই উত্তপ্ত হচ্ছে। সরকার গঠন, বিরোধী দল এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের ভোটাররা কাকে ভোট দেবেন, তা নিয়ে তৈরি হয়েছে গভীর আগ্রহ। এর একটি জবাব উঠে এসেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁও আর্কাইভ ভবনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড টু’র ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার। এর ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে দলটির ভোটাররা অন্য দলকে ভোট দিতে আগ্রহী। 

জরিপের তথ্য বলছে, নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে ২০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান। ১৪.৮ শতাংশ ভোটার জামায়াতে ইসলামী এবং ২.১ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দিতে আগ্রহী।

আরও পড়ুন: ডাকসু নিয়ে আবিদ-উমামাদের অভিযোগ, ৪ পয়েন্টে অবস্থান জানাল প্রশাসন

ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকলে তাদের ভোট বিএনপি ও জামায়াতের দিকে প্রবাহিত হবে। এতে সরকার গঠনে যোগ্য দল হিসেবে বিএনপিকে ৩৯.১ শতাংশ ও জামায়াতকে ২৮.১ শতাংশ ভোটার মনে করেন।

এ জরিপে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমন অংশগ্রহণকারীদের মধ্যে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, যা ৪১.৩০ শতাংশ। তবুও আওয়ামী লীগের ভোট অন্য দলগুলোর জন্য বড় পরিবর্তন আনতে পারে। এ ফলাফল রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন ঘিরে জনমনে কী ধরনের ভাবনা কাজ করছে, সে বিষয়ে কিছুটা স্পষ্ট করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।