২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

‘এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’

জিল্লুর রহমান  © সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান। রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এমনকি নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না এবং দেশের রাজনৈতিক সংকট আরও গভীর করবে।

তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থাকার কারণে তার বিশ্লেষণ হলো—বাংলাদেশ আসলে এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেখানে ফেব্রুয়ারিতে ভালো কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, দলটি দীর্ঘ ১৫ বছরের ক্ষমতায় থেকে শেষ হয়ে গেছে। শেখ হাসিনা প্রশাসন, সামরিক বাহিনী ও পুলিশের ওপর নির্ভর করেছেন। নুরুল কবির ও আসিফ নজরুলসহ অনেকে বিভিন্ন সময়ে বলেছেন, আওয়ামী লীগ হয়তো তাদের কথা পছন্দ করছে না, কিন্তু দলের সংকটকালেও তাদের কথা বলা উচিত। মানুষের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। এখন রাজনীতিতে তাদের অবস্থান কেমন হবে তা ভোটের মাধ্যমেই জনগণ নির্ধারণ করবে।

এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে একবার তিনি বলেছিলেন, দলের প্রতি মনোযোগ না দিলে দল শেষ হয়ে যাবে। জবাবে শেখ হাসিনা তাকে বলেছিলেন, দলের নেতাকর্মীরা অনেক কষ্ট করেছে, এখন তারা যেন উপভোগ করে, সময়মতো তারা জেগে উঠবে। তবে বাস্তবে আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না বলে প্রমাণিত হয়েছে।