২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬
‘জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস’
অন্তর্বর্তী সরকারের বৈধতার মূল উৎস ১০৬ অনুচ্ছেদ নয়। জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস বলে মন্তব্য করেছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, এটি বুঝতে না পারলে ভুল করবেন। একদিন অনুশোচনা করবেন। আশা করি ইগো থেকে বের হয়ে আসবেন।
তিনি আরও লেখেন, এ সরকার অবশ্যই বৈধ। তবে ১০৬ অনুচ্ছেদের কারণে বৈধ নয়। জনগণের ইচ্ছার কারণে বৈধ। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ।