২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭

পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ 

পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল  © টিডিসি ফটো

'জুলাই জাতীয় সনদ'-এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, গাজীপুর মহানগর শাখা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের ভোগড়া বাইপাস চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসান, গাজীপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নায়েবে আমির মো. হোসেন আলী, সেক্রেটারি আসম ফারুক, এসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলাম, পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির আশরাফ আলী কাজল, বাসন থানা জামায়াতের আমির মাওলানা আকরাম হোসেন, গাছা থানা জামায়াতের আমির মীয়াজ উদ্দিনসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রস্তাবসমূহ দেশের মুক্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না।’ তিনি অবিলম্বে নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।