হাদীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি স্ত্রীর, তবে...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন তার স্ত্রী। তবে দেশে নয়, বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সাথে বিয়ের ক্ষেত্রে ‘ভালো পয়সা-পাতি’ দেখার পরামর্শও দিয়েছেন। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এমন হাস্যরসাত্মক তথ্য শেয়ার করেছেন হাদী।
পোস্টটিতে শরীফ ওসমান বিন হাদী লিখেছেন, ‘বউরে জিগাইলাম—আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত? সে কইলো—বাংলাদেশে আর না। পরেরটা ডাইরেক্ট বৈদেশে। ভালো পয়সা-পাতি দেইখা।’ তিনি আরও লিখেছেন, ‘একটা বাংলা সিনেমার কথা মনে পইড়া গেলো-ওরা আমাকে ভালো হতে দিলো না!’
এদিকে পোস্ট শেয়ার করার পরপরই লুফেও নিয়েছেন হাদীর ভক্ত ও অনুসারীরা। কমেন্টবক্সে খুনসুঁটিতে মেতেছেন তারাও। দুই ঘণ্টার ব্যবধানে পোস্টের রিয়্যাক্ট ২৩ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ১৭ হাজারই হাহা। এ ছাড়া শতাধিক শেয়ারও হয়েছে পোস্টটি। কমেন্টবক্সে শাফিন ইবরাহিম হোসেন নামে এক চিকিৎসক হাদিকে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘পাকিস্তান ভাই, পাকিস্তান। ট্যাগ যখন খাবেন, আমার মত ভালভাবেই খান।’
মো. মশিউর রহমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী লিখেছেন, ‘হায় আল্লাহ! আপনি বিবাহিত! আপনি বিবাহিত!!’ সোবহান উদ্দিন চৌধুরী লিখেছেন, ‘বুদ্ধি খারাপ না। বিদেশে বিয়ে করলে ভবিষ্যতের জন্য একটা স্থায়ী ঠিকানা হবে। কারণ আপা ফিরে আসলে তো এমনি পালাতে হবে।’ সঙ্গে একটি হাসির ইমোজিও যুক্ত করেছেন তিনি।
তবে হাদীকে ভারতে বিয়ে করার পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। এক্ষেত্রে পাত্রী হিসেবে মানবতাবিরোধী মামলার পলাতক আসামী শেখ হাসিনাকেও ইঙ্গিত করছেন তারা। কানিজ ফাতেমা চৌধুরী নামে একজন লিখেছেন, ‘ভারতে । গত একবছর যাবৎ পালিয়ে গিয়ে অপেক্ষায় বসে আছে । পয়সার অভাব রাখে নাই । আস্ত একটা দেশের সমস্ত সম্পদই সাথে নিয়ে গেছে।’