চাঁদপুরে প্রশাসনের নির্দেশে বিএনপি নেতা সফরীর সভা বন্ধ, নির্দেশনা মানেনি অপরপক্ষ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার চাঁদখার দোকান সংলগ্ন এম.এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী সভা বন্ধ রাখলেও অপরপক্ষের নেতাকর্মীরা অনুমতি ছাড়াই বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মতবিনিময় করেছেন।
মোস্তফা খান সফরী বলেন, আজকের সভা সমাবেশের জন্য আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম। সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু পরে জানানো হয় বিএনপির আরেকটি পক্ষও একই স্থানে প্রোগ্রাম আহ্বান করেছে। এতে সংঘাতের আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে সভা না করার অনুরোধ জানানো হয়। শান্তির স্বার্থে আমরা সভা স্থগিত রাখি।
তবে সরেজমিনে দেখা যায়, মোস্তফা খান সফরীর ভাড়া করে আনা ডেকোরেটর চলে যাচ্ছে সকল মালামাল গুছিয়ে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো কেন প্রোগাম হচ্ছেনা। তারা বলেন, প্রশাসন মানা করছে তাই। তবে ভিতরে অন্যরা ঠিকই মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এটা একটা বৈষম্য হয়ে গেলো। যেখানে সফরীর সভা স্থগিত করা হয়েছে সেখানে অপরপক্ষের নেতাকর্মীরা বিদ্যালয়ের একটি কক্ষে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। তারমানে প্রশাসনের প্রতি বুড়ো আঙ্গুল দেখিয়ে অপরপক্ষের লোকজন ঠিকই মতবিনিময় সভা সম্পন্ন করেন।
বিষয়টি জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ ইউছুফ মিন্টু মিয়া সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি। তিনি শুধু বলেন, আমরা আমাদের মতবিনিময় করছি, অন্য কিছু জানি না।
স্কুলে মতবিনিময় বা সভা করার বিষয়ে জানতে চেয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত বলেন, আমাদের কাছে কেউ আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে শুনেছি, যারা প্রোগ্রাম করার কথা ছিল তারা নিজেরাই তা প্রত্যাহার করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এইটুকুই জানি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, বিদ্যালয়ে দুই পক্ষ একই দিনে সভা আহ্বান করায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উভয়কে সভা সমাবেশ করতে নিষেধ করা হয়েছিল। তবে পরে যদি কেউ মতবিনিময় করে থাকে সেটি আমার জানা নেই।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ অনুমতি নিয়েও সভা করতে না পারলেও অপরপক্ষের অননুমোদিত মতবিনিময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।