কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়। জাপা নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও গণঅধিকার পরিষদ এই হামলায় জড়িত।
বিক্ষোভকালে ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মরবো না লড়বো, লড়বো লড়বো’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ থেকে দলীয় নেতাকর্মীরা বলেন, জামায়াত-শিবির ও ভিপি নুরের দল (গণঅধিকার পরিষদ) এই হামলা চালিয়েছে। ২২ দলীয় ঐক্যজোটের একটি সমাবেশ ছিল। সেখান থেকে বড় মিছিল নিয়ে এসে তারা আমাদের পার্টি অফিসে এক বছরে চতুর্থবারের মতো মব ভায়োলেন্স করে গেল।
বিক্ষোভ থেকে তারা বলেন, ‘অতীতে বর্গি আর মগরা আমাদের উপর আক্রমণ চালাত। তাদের মতোই ড. ইউনূস সাহেবের সরকার হয়ে গেছে মব সরকার।’
এর আগে সন্ধ্যায় কিছু লোক দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।