৩১ আগস্ট ২০২৫, ০৮:২৬

নুর ভাইয়ের যে পরিণতি হয়েছে একই পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে—হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ  © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘নুর ভাইয়ের যে পরিণতি হয়েছে, একই পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। আমাদের নিয়ম পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। তাঁকে নৃশংসভাবে মারধর করে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ারও পরিণতি হয়েছে নির্মমভাবে। একই পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের নাম আমরা দিয়েছি সংস্কার। এর জন্য অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি শুধু নির্বাচনের জন্য কথা বলছে। কিন্তু আমরা নির্বাচনের পাশাপাশি বিচার ও সংস্কারের কথাও বলছি। পুলিশ যাতে কাউকে বিনা মামলা ও বিনা বিচারে ঘর থেকে তুলে নিয়ে যেতে না পারে, সে বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? কাউকে গ্রেপ্তারের পর পরিবারকে অবগত করার নিশ্চয়তা কি দেওয়া হয়েছে? এসব প্রশ্নের সমাধানও জরুরি।

তিনি আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু মনোমালিন্য হয়েছে। তবুও তিনি আমাদের খোঁজ নিয়েছেন, তাঁর লোক পাঠিয়েছেন যে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এমনকি কিছু উপহারও পাঠিয়েছেন। এটা আমাদের জন্য ইতিবাচক বার্তা। আমাদের অবশ্যই এটিকে স্বাগত জানানো উচিত।

বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলার সমন্বয়কারী আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।

এছাড়াও বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান এবং কেন্দ্রীয় সংগঠক রাকিব হাসান।