জাপা কার্যালয়ে হামলা, রাশেদ বললেন—‘গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাপ্ত’
রাজধানীর পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। গতকাল রাতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তিনি।
শনিবার বিকেল থেকে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় গণঅধিকারের নেতাকর্মীরা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, এবং রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেন। এছাড়া পুরানা পল্টন মোড়ে ২ নং গেইট অবস্থান নেন বিক্ষোভকারীরা, এতে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে সন্ধ্যায়, কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।