২৯ আগস্ট ২০২৫, ২৩:৫০

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনে মতবিনিময় সভায় দুই গ্রুপের হাতাহাতি

জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভায় হাতাহাতি  © সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর শাখার আয়োজনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বিএম ভবনে এই ঘটনাটি ঘটে।

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত এই সভার প্রধান অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং বিশেষ অতিথি ছিলেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ।

সভাস্থলের একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মতামত গ্রহণ শুরু হয়। এসময় খুলনার কয়েকজন বিতর্কিত ব্যক্তির উপস্থিতিতে কেউ কেউ প্রতিবাদ জানালে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

অপর একটি সূত্র জানায়, স্থানীয় নেতাদের মতামতের সময় আহম্মদ হামিম রাহাত গ্রুপের নাঈম বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে কেন্দ্রীয় সংগঠক অহেদ অনির সমর্থক ইমন উচ্চস্বরে তাকে থামতে বলেন। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

ঘটনাটি সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেন্দ্রীয় নেতারা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এক পর্যায়ে হট্টগোলের কারণে সভা আগেভাগেই শেষ করে দেওয়া হয়।

সভায় উপস্থিত এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, তানজিল মাহমুদ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ ও সংগঠক ওয়াহিদুল ইসলাম দুই পক্ষকে থামাতে চেষ্টা করেও ব্যর্থ হন এবং সভাস্থল ত্যাগ করেন।

তবে ঘটনাটি নিয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, “বিষয়টি তেমন কিছু না। যা হয়েছে প্রগ্রাম শেষে হয়েছে। এটি প্রগ্রামের অংশ না।” আরেক যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ বলেন, “দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটি তেমন কিছু না। দুই গ্রুপের মধ্যে হৈ চৈ হয়েছে।”