দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর সেই যুবদল নেতা বহিষ্কার
সাতক্ষীরার শ্যামনগরে এক মৎস্য খামারে হামলা ও তিন কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসা যুবদল নেতা শফিকুল ইসলাম দুলুকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শফিকুল ইসলাম দুলুকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন শেখ নাজমুল হক।
এই সিদ্ধান্ত অনুমোদন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এর আগে, গত ২১ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসে ‘৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, শ্যামনগরের হরিনগরে এক হাজার বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত ‘প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড’-এর চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অভিযোগ করেছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ টাকা চাঁদা নেন এবং পরে তিন কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত খামারে দফায় দফায় হামলা ও লুটপাট চালানো হয়।
এ বিষয়ে খামারের চেয়ারম্যান গত ২০ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগ প্রসঙ্গে শফিকুল ইসলাম দুলু আগেই দাবি করেছিলেন, তিনি কোনো চাঁদা চাননি বা নেননি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।