২৫ আগস্ট ২০২৫, ১২:১৮

ছাত্রলীগের রাব্বানীর সঙ্গে থাকা ব্যক্তি ছাত্রদল নেতা আবিদ নন

বিভ্রান্তি ছড়ানো ছবি ও ইনসেটে ছাত্রদল নেতা আবিদ  © সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের থাকার দাবি করা হয়েছে, যা সঠিক নয়।

প্রকাশিত ছবিতে গোল দাগে চিহ্নিত ব্যক্তি হলেন আপেল মাহমুদ সবুজ, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা। এই ছবির মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন।

রিউমার স্ক্যানারের এক ফ্যাক্ট চেকিং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা এই ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নন। প্রকৃতপক্ষে গোল দাগে চিহ্নিত এই ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।