১৮ এপ্রিল ২০১৯, ২২:০০

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি চেয়ে শোভন-রাব্বানীকে ৭দিনের সময়

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।  © ফাইল ফটো

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ৫০জন করে মোট ১০০জনের তালিকা দিতে সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ৭দিনের সময় বেঁধে দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী গুরুত্ববহ বৈঠকে তাদের এই সময়সীমা বেঁধে দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৫০জন করে মোট ১০০জনের তালিকা আগামী ৭দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝির অবসান ঘটাতেও বলা হয়েছে।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, এর আগে গণভবনে আমাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে ক্ষোভও প্রকাশ করেছেন দলীয় সভাপতি। ওই বৈঠকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আমাদের চার শীর্ষ নেতাকে বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় শোভন-রাব্বানীর সঙ্গে আমরা বৈঠক করেছি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল বলেন, তালিকা তৈরি করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭দিনের মধ্যে কমিটির তালিকা করে দেওয়ার নির্দেশনা দিয়েছি। তাদের মধ্যে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই।

ধানমন্ডিতে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএ মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।