১৮ এপ্রিল ২০১৯, ১৬:৩০

২০ মাস পর সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল

সাগর।  © টিডিসি ফটো

২০মাস পর সরদার আমিরুল ইসলাম সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক সর্দার আমিরুল ইসলাম সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান সংগঠনের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় সর্দার আমিরুল ইসলাম সাগর বলেন, প্রায় দুই বছর পর আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে আমি আগের মত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় হতে পারব।

প্রসঙ্গত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক পদটি সংগঠনটির বর্তমান কমিটিতে এবারই প্রথম যোগ করা হয়েছে। ২০১৭ সালের ১৭ আগস্ট সাগরকে বহিষ্কার করা হয়।