১৯ আগস্ট ২০২৫, ১৬:২৭

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  © টিডিসি ফোটো

শোভাযাত্রা, সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের বড় বাজারে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা দায়রা ও জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, সদস্য আজিজুর রহমান বেনা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিক রহমান হীরা, যুগ্ম আহ্বায়ক মো. শেখ জোবায়ের ও সদস্য মো. কাবিল মোল্যা।

সমাবেশ শেষে জেলা শহরের পৌর পার্কে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন: মনোনয়নপত্রের সময় বাড়ানো একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতী আচরণ : এস এম ফরহাদ

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমান যে পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা করেছেন, তা শুধু পরিবেশ পরিষ্কার নয়, রাজনৈতিক অঙ্গনকেও পরিষ্কার করবে। সাধারণ মানুষের প্রতি নেতাদের মনে যে নোংরামী রয়েছে তা দূর করার দায়িত্ব স্বেচ্ছাসেবক দলের।’ তিনি আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর বলেন, ‘৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা হলো স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে শক্তিশালী করা। এই সংগঠনের মাধ্যমেই দলীয় কর্মকাণ্ড আরও সুসংহত হবে।’