১১ আগস্ট ২০২৫, ১৭:৪৭

সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে: ছাত্রদল সভাপতি

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব  © সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আইন প্রণয়ন করে তা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ সোমবার (১১ আগস্ট) সিলেট এমসি কলেজে কাউন্সিলের কার্যক্রম উদ্বোধন শেষে এ দাবি জানান তিনি।

গতকাল রবিবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কার্যক্রম নিয়ে বাম ছাত্রসংগঠনের ওয়াক আউট প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।

ক্যাম্পাসের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে রাকিব বলেন, অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত, তাই তাদের এই দাবি স্বাভাবিক। তবে বাংলাদেশ ছাত্রদল পুরনো কার্যপদ্ধতি পুনরাবৃত্তি না করে নতুন ধারায় শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণ রুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।

এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।

দীর্ঘ ২১ বছর পর সোমবার (১১ আগস্ট) সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উদ্বোধনের পর কলেজের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন।

এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। এতে কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের নেতারা অংশ নেন।