০৬ আগস্ট ২০২৫, ০১:০৯

‘‌সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগানটি দেওয়া ঠিক হয়নি আমার: মেঘ মল্লার বসু

মেঘ মল্লার বসুর  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে স্থান পেয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে। আর এতেই আপত্তি বাম ছাত্রসংগঠনগুলোর। এ নিয়ে বিক্ষোভের পর ছবিগুলো সরিয়ে দিয়েছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনার পর টিএসসির বাইরে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা যায় বামপন্থী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের। এসময় দেয়া ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতির মেঘ মল্লার বসুর একটি স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে সমালোচনা। 

জানা যায়, বিক্ষোভে তিনি জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাড়াও ছাত্রশিবির নেতা সাদিক কায়েমকে নিয়েও ‘‌সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগান দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার সমালোচনা করেন। এরই প্রেক্ষিতে স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট এবং তা দেওয়া আমার ঠিক হয়নি বলে স্বীকার করেছেন মেঘ মল্লার বসু। 

রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘‌সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি।  ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এমন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাকবেন। তবে বাকি যা করছি বেশ করছি, আরও করব।’