০৫ আগস্ট ২০২৫, ১৫:৫৮
নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (৬ আগস্ট) রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালি আয়োজন করবে বিএনপি। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে এ দিন বেলা ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে বিজয় র্যালি শুরু হবে। র্যালিতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা–কর্মীরা অংশগ্রহণ করবেন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।