কক্সবাজারে হাসনাত-সারজিস-তাসনিম জারা
জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। বিকেলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই ঘোষণা পত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে আজ কক্সবাজারে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তাদের এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজার গিয়েছেন।
এদিকে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন নাসিরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ ইস্যুতে তিনি বলেন, তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।
এনসিপি সূত্রে জানা গেছে, এটি কোনো দলীয় সফর নয়, এটি ব্যক্তিগত সফর। রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজারে ঘুরতে গিয়েছেন তারা।