০৪ আগস্ট ২০২৫, ০৮:৪৯
আপ বাংলাদেশের নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ
রাজধানীর মতিঝিল এলাকায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর ব্যবস্থাপনা কমিটির প্রধান বখতিয়ার মুজাহিদ সিয়ামকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
রবিবার (৩ আগস্ট) সংগঠনের এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
ভুক্তভোগী বখতিয়ার জানান, ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে সিগারেটের ছ্যাঁকা, ঘুষি, লাথি, চড়-থাপ্পড় মেরে মাথায় আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে কোনোমতে পালিয়ে জীবন ও মোবাইল রক্ষা করেন।
তিনি বলেন, এই ইন্টেরিম সরকার ব্যর্থ—জনগণের নিরাপত্তা দিতে না পারলে তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
আপ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হামলা কেবল ব্যক্তি নয়, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত।