০৩ আগস্ট ২০২৫, ১৭:৩১

এনসিপির সমাবেশ শুরু

এনসিপির সমাবেশ   © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে সমাবেশটি শুরু হয়েছে। সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরই মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন। এতে আরও উপস্থিত হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। 

সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনারের সামনে বিছানো হয়েছে লাল কার্পেট। আশপাশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।

সমাবেশে  শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, এভাবে আর কোনো ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনো মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা আমরা নিতে চাই, কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চাই, সেটির রূপরেখা আজকে তুলে ধরা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা।