ছাত্রদল-এনসিপির সমাবেশ প্রোগ্রামকে ঘিরে নাশকতা ঘটতে পারে : ভিপি নূর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এই সমাবেশকে ঘিরে নাশকতা পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূর।
শনিবার (২ আগষ্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে বলা হয়, আগামীকাল শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা ঘটতে পারে। প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
যদিও এই বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী থেকে এমন নির্দেশনা এখনও পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, যেকোন অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে রোববার শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক সমাবেশ ও অনুষ্ঠান থাকায় সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন নগরবাসীকে ওই সব এলাকা যথাসম্ভব এড়িয়ে চলাচল করার অনুরোধ জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, একই দিনে শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছাত্রদল ও এনসিসি বিপুলসংখ্যক লোক সমাবেশে জড়ো করার লক্ষ্য নিয়ে কয়েক দিন ধরে কাজ করে যাচ্ছে। অন্যদিকে একই দিনে এইচএসসির দুই বেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে যানজটে ঢাকায় ব্যাপক জনভোগান্তি হবে বলে ধারণা করা হচ্ছে।